শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে এক ‘ভিআইপি’র জন্য ফেরি ছাড়তে দেরি হওয়ায় স্কুলছাত্রের মৃত্যুর পর বেশ সতর্ক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ। এরই মধ্যে ঈদুল আযহাকে ঘিরে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে মানুষজন।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. নাসির জানান, কারও জন্য ফেরি শিমুলিয়া ঘাটে অপেক্ষা করবে না। সকালের দিকে প্রাইভেটকারগুলো সিরিয়াল না মেনে সমস্যা তৈরি করছিল। কিন্তু এরপর দায়িত্বরত পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এখন পর্যন্ত মোবাইলে কোনো ভিআইপি পরিচয় দিয়ে ফেরি পারের জন্য বলেনি কেউ।
তিনি আরও জানান, আগের ঈদগুলোতে এক সপ্তাহ আগে থেকেই মোবাইল ফোনে কল আসে ও মেসেজ আসতে শুরু করে ‘কথিত’ ভিআইপিদের। কিন্তু এবার এখন পর্যন্ত কোনো ফোন কল আসেনি তাদের। বিগত ঈদে ভিআইপিদের নিয়ে দুঃশ্চিন্তায় থাকতে হতো। কিন্তু এবার সিরিয়াল মেনেই গাড়ি ফেরিতে উঠে পদ্মা পাড়ি দিচ্ছে, কোনো ঝামেলা নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরিগুলো ঘাট থেকে গাড়ি বহন করে ছেড়ে যাচ্ছে।
শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক নাসির জানান, বর্তমানে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে চারটি রো রো সহ ১৫টি ফেরি চলাচল করছে। একটি চ্যানেল দিয়েই ফেরি চলাচল করছে এবং কোনো ধরনের নাব্যতা সমস্যা নেই। তবে দু’টি চ্যানেল থাকলে সুবিধা বেশি হতো, এখন একটি চ্যানেল দিয়েই যাওয়া আসা করছে ফেরিগুলো। দুপুর সাড়ে ১২টায় আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ফেরিসংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু নির্দিষ্ট সময়ের থেকে বেশি সময় নিয়ে ফেরিগুলো গন্তব্যে পৌঁছাচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ