ঈদুল আজহায় দেশব্যাপী জাকের পার্টির উদ্যোগে তিন শতাধিক জামাত অনুষ্ঠিত হবে। সকল জামাত এক যোগে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
দলের প্রেস সেক্রেটারি টু চেয়ারম্যান শামীম হায়দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ও মহানগর আওতাধীন উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে সকল জামাত এক সাথে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানী ঢাকায় বিশ্ব ওলির বেছালত মঞ্জিল বনানী পাক দরবারে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদি এ জামাতে ঈদের নামাজ আদায় করবেন। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ জাকের পার্টির উদ্যোগে রাজধানীতে আরেকটি জামাত অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন