শিডিউল বিপর্যয়ের কারণে পশ্চিমাঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ছয়টি ট্রেনের যাত্রার সময় পরিবর্তন করে পুনর্নিধারণ করেছে রেল কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় ভয়াবহ এ শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ রেলওয়ে জানায়, শনিবার ৭৬৯ নং ধুমকেতু এক্সপ্রেস ট্রেন সাড়ে ১১ ঘণ্টা বিলম্বে সকাল ৬টার পরিবর্তে বিকাল সাড়ে ৫টায় কমলাপুর ছেড়ে যাবে।
৭২৬ নং সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ৭ ঘণ্টা বিলম্ব করে সকাল ৬টা ২০ মিনিটের পরিবর্তে বেলা ১টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা।
৭৬৫ নং নীলসাগর এক্সপ্রেস ট্রেন ১০ ঘণ্টা ১০ মিনিট দেরিতে সকাল ৮টার পরিবর্তে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কমলাপুর স্টেশন ছেড়ে যাবে।
৭৭১ নং রংপুর এক্সপ্রেস ১৩ ঘণ্টা ৩৫ মিনিট বিলম্বে সকাল ৯টার পরিবর্তে নতুন সময় নির্ধারণ করা হয়েছে রাত ১০টা ৩৫ মিনিটে।
লালমনিরহাট ঈদ স্পেশাল ট্রেনটি ১৫ ঘণ্টা বিলম্বে সকাল সোয়া ৯টার পরিবর্তে রাত সোয়া ১১টায় কমলাপুর স্টেশন ছাড়বে।
৭৫৩ নং সিল্কসিটি এক্সপ্রেস ৯ ঘণ্টা দেরিতে দুপুর ২টা ৪০ মিনিটের পরিবর্তে রাত ১১টা ৪০ মিনিটে কমলাপুর স্টেশন ছাড়বে।
এছাড়া পশ্চিমাঞ্চলগামী কয়েকটি ট্রেন চলাচলেও ঘণ্টা-খানেকের শিডিউল বিপর্যয়ে পড়েছে। এদিকে রেল সচিব জানিয়েছেন, ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা চাইলে টিকিট ফেরত দিতে পারবেন।
বিডি-প্রতিদিন/মাহবুব