১২ আগস্ট, ২০১৯ ১৪:১৭

সরকারের ব্যর্থতা মানুষের দুঃখ-দুর্দশা বাড়িয়েছে: খন্দকার মোশাররফ

অনলাইন ডেস্ক

সরকারের ব্যর্থতা মানুষের দুঃখ-দুর্দশা বাড়িয়েছে: খন্দকার মোশাররফ

ফাইল ছবি

ঈদযাত্রায় রেলের শিডিউল বিপর্যয়, বন্যার দুর্ভোগ আর ডেঙ্গু আতঙ্ক - এসব নিয়েই মানুষ ঈদ পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি অভিযোগ করেছেন, অদক্ষতা এবং উদাসীনতার কারণেই এ সকল ক্ষেত্রে সরকারের ব্যর্থতা মানুষের দুঃখ-দুর্দশাই বাড়িয়েছে। 

ঈদুল আজহা উপলক্ষে সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান খন্দকার মোশাররফ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই দেশে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর