রেলওয়ের পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিতে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তাও জানতে চেয়েছেন আদালত।
আজ সোমবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম।
এ ছাড়া মৌলভীবাজারের কুলউড়ায় গত ২৩ জুন ট্রেন দুর্ঘটনার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন আদালত। রেলওয়ের মহাপরিচালককে আগামী ২৪ অক্টোবরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন আকারে আদালতকে জানাতে বলা হয়েছে। সেই দুর্ঘটনায় পাঁচজন নিহত হন।
এর আগে গত ১০ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়েজ উদ্দিন আহমেদ এ বিষয়ে রিট দায়ের করেন।।
বিডি প্রতিদিন/ফারজানা