১৭ নভেম্বর, ২০১৯ ১৫:৪৭

চালের দাম যেন আর না বাড়ে, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক

চালের দাম যেন আর না বাড়ে, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

চালের দাম যাতে আর কোনোভাবে না বাড়ে সেজন্য মিল মালিকদের হুঁশিয়ারি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রবিবার খাদ্য ভবনে চালকল মালিকদের সঙ্গে দীর্ঘ বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান অবস্থা থেকে চালের দাম আর বাড়বে না। আমাদের ধান উৎপাদন ভালো হয়েছে এবং সর্বকালের সর্বোচ্চ চাল মজুদ রয়েছে।

তিনি আরও বলেন, আমরা ৬ লাখ মেট্রিকটন চাল কৃষকের কাছ থেকে কিনছি। কৃষক যাতে কোনো হয়রানির শিকার না হয় সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। চালে মান যাতে খারাপ না হয় সে ব্যাপারেও বলা হয়েছে। সেটা হলে গ্রহণ করা হবে না।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর