শিরোনাম
১৮ নভেম্বর, ২০১৯ ১৯:০৮

শান্তি সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়া গেলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

শান্তি সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়া গেলেন স্পিকার

ফাইল ছবি

সরকার ও সুশীল সমাজের মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার অঙ্গিকারে আয়োজিত ‘এশিয়া প্যাসিফিক সামিট-২০১৯’-এ যোগ দিতে আজ কম্বোডিয়া গেলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। কম্বোডিয়ার রাজধানী নমপেনে ১৯ নভেম্বর এ সম্মেলনের উদ্বোধন হবে।

এশিয়া প্যাসেফিক সামিটের ওয়েব সাইট থেকে জানা যায়, একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে সমাজে বিরজমান দ্বন্দ্বের অবসান, অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কোম্বোডিয়া সরকার, ইনিভার্সাল পিস ফেডারেশন ও সিভিল সোসাইটি অর্গানাইজশন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বিশ্বের পঞ্চাশটির বেশি দেশের সাবেক রাষ্ট্রপতি, স্পিকার, সংসদ সদস্য, বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, নারী আন্দোলনের প্রতিনিধি, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। 

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, ‘এশিয়া প্যাসিফিক সামিট-২০১৯’-এ যোগ দিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ কম্বোডিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। কম্বোডিয়ার রাজধানী নমপেনে আয়োজিত অনুষ্ঠানটি ১৮-২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। সফর শেষে স্পিকার আগামী ২১ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর