২০ নভেম্বর, ২০১৯ ১১:০২

সড়কে নেই গণপরিবহন, পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা

অনলাইন প্রতিবেদক

সড়কে নেই গণপরিবহন, পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা

ছবিটি রাজধানীর হানিফ ফ্লাইওভার থেকে তোলা

পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে আজ বুধবার সকাল থেকে সারাদেশে গণপরিবহন চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে। মহাসড়কগুলোও ফাঁকা। বাসের সংখ্যা কম হওয়ায় রাজধানীর কর্মমুখী মানুষদের পড়তে হয়েছে ভোগান্তিতে। অন্যান্য যানবাহনও তেমন চলছে না।

দীর্ঘ সময় অপেক্ষার পরও গাড়ির দেখা মিলছে না। বাস স্ট্যান্ডে ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করছেন কর্মমুখী মানুষ। গাড়ি না পেয়ে অনেকে তাই বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে যাচ্ছেন।

সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে এ পরিবহন ধর্মঘট চলছে। আজ পরিবহন শ্রমিকদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর