বহুল আলোচিত রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার রায় ঘোষণা হবে আজ। এজলাস কক্ষে প্রবেশাধিকারের ক্ষেত্রেও আরোপ করা হবে নিয়ন্ত্রণ। একইসঙ্গে যেসব দেশের নাগরিক হলি আর্টিজান বেকারিতে নিহত হয়েছিলেন, সেসব দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে আদালতে উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান বেলা ১২টায় এ রায় ঘোষণা করবেন। এর আগে ১৭ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করে আদালত।
অন্যদিকে রায় ঘোষণা উপলক্ষে আদালতপাড়াসহ রাজধানীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বিকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে আইন প্রয়োগকারী ও বিভিন্ন সংস্থার সদস্য।
এ ছাড়া এখনো অজানা আতঙ্ক বিরাজ করছে নতুন নাম নেওয়া রেস্তোরাঁ ‘ওরো’-তে। ঢাকার হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলা মামলার রায় ঘিরে ভোর থেকেই আদালত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ গতকাল সাংবাদিকদের বলেন, হলি আর্টিজান হামলার পর আমরা এখন পর্যন্ত ৮০৯ জন জঙ্গিকে গ্রেফতার করেছি। এমন কোনো সপ্তাহ নেই, যে সপ্তাহে জঙ্গি গ্রেফতার হয়নি। কোথাও না কোথাও র্যাব অভিযান চালিয়েছে। ২০১৬ থেকে এ পর্যন্ত ২৫ জন গোলাগুলিতে নিহত হয়েছে। বহুমুখী তৎপরতার কারণে আটজন জঙ্গি আত্মসমর্পণ করেছে। জঙ্গিদের অনেক পরিকল্পনা আমরা নস্যাৎ করে দিয়েছি।
বিডি প্রতিদিন/ফারজানা