পিয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি ও দর কারসাজি ইস্যুতে এবার বড়ো পাইকার ও আড়তদারদেরও শুল্ক গোয়েন্দা অফিসে ডাকা হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, যারা বড়ো আমদানিকারক, তারা পিয়াজের মজুত করেন না। তবে তারা যাদের কাছে বিক্রি করেছেন, প্রয়োজন হলে তাদের মধ্যে বড়ো ক্রেতাদের (পাইকার, আড়তদার, এজেন্ট) কাছ থেকেও তথ্য নেব।
দুই দিনে ৪৪ জন বড়ো আমদানিকারককে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. সহিদুল ইসলাম এ কথা বলেন।
এর আগে, নিয়ন্ত্রণহীন পিয়াজের বাজারের তথ্য অনুসন্ধানে সোমবার সকাল থেকে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে ১০টি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পিয়াজের বাজারে অস্থিতিশীল অবস্থা তৈরির জন্য বিভিন্ন মহল থেকে মজুরদারদের দায়ী করছেন। তাদের ধারণা, অসাধু ব্যবসায়ীদের কারণেই পিয়াজের বাজার নিয়ন্ত্রণহীন। এ তথ্য যাচাই করতে অন্তত ৩৩২ পিয়াজ আমদানিকারকের বিস্তারিত তথ্য-উপাত্ত নিয়ে মাঠে নেমেছে শুল্ক গোয়েন্দা।
বিডি-প্রতিদিন/শফিক