উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পদক পেয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের ৪০ সদস্য।
শনিবার রাজধানীর আগারগাঁওস্থ সদর দফতরে বাহিনীটির রজতজয়ন্তীতে (২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) এ পদক দেয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোস্টগার্ড সদস্যদের হাতে পদক তুলে দেন।
বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) এই চারটি ক্যাটাগরিতে মনোনীতদের পদক দেওয়া হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পদক পেলেন যারা
ক্যাপ্টেন মোহাম্মদ রকিব উদ্দিন ভূইয়া, ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম মকসুদ, ক্যাপ্টেন এম মিনারুল হক, ক্যাপ্টেন এম নাজমুল হাসান, লে. কমান্ডার এম সাইফুল ইসলাম, লে. কামান্ডার শুভাশীষ দাস, লে. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. সাহেল রানা, মো. মাহবুব হাসান, নাসিম শেখ।
প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক
কমান্ডার এম মাহবুবুর রহমান, লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম, লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা, লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক, এস এম ফারুকুজ্জামান, মো. আবুল মোমিন, মো. শহিদুল ইসলাম, সাদেকুর রহমান মো. সালমান পারভেজ ও এম আব্দুল কাদের।
বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক
সার্জন কমান্ডার এম নূর নবী, কমান্ডার এম হারুন-অর-রশীদ, লে. কমান্ডার এম এস এইচ চৌধুরী, লে. কমান্ডার এম বারিউল করিম, লে. কমান্ডার এম মাহামুদুল হাসান, এম এ কুদুস, এম রফিকুল ইসলাম, সাগর সরকার, এম হাসান আলী, ইয়াছিন আরাফাত।
প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক
কমান্ডার এম আনিসুর রহমান, লে. এম মমতাজুল আসিফ, এম আনোয়ারুল ইসলাম, এম ওমর ফারুক, সৈয়দ সাইফুল হোসেন, এম শামসুর রহমান, এম সাজিদুল ইসলাম, এম শাহ আলম, মো. বদরুদ্দোজা, মো. মঞ্জুরুল ইসলাম শিকদার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন