আনন্দঘন পরিবেশে নাচে-গানে জাতীয় সংসদের ‘পার্লামেন্ট মেম্বারস ক্লাব’ উদযাপন করল ‘বসন্ত বরণ ও পিঠা উৎসব’।
অনুষ্ঠানের উদ্বোধান করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতুচক্রে আবর্তিত হয়ে এসেছে বসন্ত। ফুল ফুটেছে, পাখি গাইছে, ঋতুরাজ বসন্তকে বরণে প্রকৃতি সেজেছে অপরূপ রূপে। আজ পার্লামেন্ট মেম্বারস ক্লাব বসন্তকে বরণ করে নিচ্ছে। এই বসন্ত সকলের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসুক।
শনিবার সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এই বসন্ত বরণ ও পিঠা উৎসব আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম তাজুল ইসলাম।
এ সময় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ মাহবুব আরা বেগম, হুইপ সামশুল হক চৌধুর, বসন্ত বরণ উদযাপন কমিটির আহবায়ক অপরাজিতা হক এমপি, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন