জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আবারও হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
খালেদা জিয়ার আইনজীবী সগির হোসেন লিয়ন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বিত বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর এ মামলায় তার জামিন আবেদন পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছিলেন আপিল বিভাগ। তবে আবেদনকারী (খালেদা জিয়া) যদি সম্মতি দেন তাহলে বোর্ডের সুপারিশ অনুযায়ী তার অ্যাডভান্স ট্রিটমেন্টের পদক্ষেপ নিতে বলা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। আপিলের পর হাইকোর্টে যা বেড়ে ১০ বছর হয়। পরে ২০১৮ সালের ১৮ নভেম্বর খালাস চেয়ে আপিল বিভাগে খালেদা জিয়া জামিন আবেদন করেন। তবে সেই আবেদন এখনো আদালতে উপস্থাপন করেননি তার আইনজীবীরা।
বিডি-প্রতিদিন/মাহবুব