বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর করোনা ভাইরাসে নয়, সর্দি-জ্বর নিয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনা ভাইরাস বা কোভিড-১৯ রোগ হয়নি তার। তিনি সিজনাল কমন কোল্ড জাতীয় ফ্লুতে আক্রান্ত বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বস্ত্র ও পাটমন্ত্রীর অসুস্থতা নিয়ে গুঞ্জন ছড়ানোর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তার নভেল করোনা ভাইরাস হয়নি। উনি (মন্ত্রী) অন্য অসুস্থতা নিয়ে সেখানে ভর্তি আছেন।
মন্ত্রীর অসুস্থতার ধরন সম্পর্কে তিনি বলেন, ২২৯-ই নামের যে ভাইরাসের কথা বলা হচ্ছে, সেটা সাধারণ সর্দি-জ্বরের ভাইরাস। এই ভাইরাস আমাদের দেশে সবসময় আছে। ঠাণ্ডাজনিত এমন সর্দি-জ্বরকে আমরা কমন ফ্লু বা কমন কোল্ড বলে থাকি। এটা সেই জাতীয় ভাইরাস। এজন্য কোয়ারেন্টাইন পদ্ধতি বা আইসোলেশন ব্যবস্থার দরকার নেই। সুতরাং রোগ নিয়ে বিভ্রান্ত বা আতঙ্কিত হওয়ার কিছু নেই।
গোলাম দস্তগীর গাজী এখন বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকের ৫১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।
বিডি প্রতিদিন/আরাফাত