২৮ ফেব্রুয়ারি, ২০২০ ২০:৫৯

কাতারের পথে ‘স্বাধীনতা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কাতারের পথে ‘স্বাধীনতা’

আন্তর্জাতিক সমুদ্র মহড়া এবং প্রদর্শনী (ডিআইএমডিইএক্স)এ অংশ নিতে চট্টগ্রাম ছেড়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’। 

শুক্রবার ‘বানৌজা স্বাধীনতা’ চট্টগ্রাম নৌ জেটি ছেড়ে কাতারের দোহার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় রীতি অনুযায়ী বাদক দল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানায় স্বাধীনতাকে।

জানা যায়, আগামী ১৬ থেকে ১৮ মার্চ কাতারের দোহাতে অনুষ্ঠিত হবে সপ্তম আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনী। এ মহড়ায় অংশ নিতে স্বাধীনতা’র অধিনায়ক ক্যাপ্টেন মোস্তফা জিল্লুর রহিম খানের নেতৃত্বে ২২ জন কর্মকর্তাসহ ১৪১ জন নৌ-সদস্য কাতারের উদ্দেশ্যে দেশ ছেড়েছে। ওই মহড়া ও প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, পর্যবেক্ষক, সমর বিশারদ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশ নেবেন। যাওয়ার পথে স্বাধীনতা শ্রীলঙ্কার কলম্বো ও ভারতের মুম্বাই বন্দর এবং দেশে ফেরার পথে ওমানের মাসকাট ও ভারতের কোচিন বন্দরে শুভেচ্ছা সফর করবে। এ মহড়ায় অংশ গ্রহণ শেষে ৬ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে স্বাধীনতার।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর