গত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হয়েছে। মেঘলা আবহাওয়া কাটিয়ে শনিবার সকাল থেকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে তাপমাত্রাও। আগামী ৩ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
শনিবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর আবহাওয়ার আগামী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।
দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩০ দশমিক ৯ ডিগ্রি এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিডি প্রতিদিন/হিমেল