প্রচারণার দ্বিতীয় দিন ঢাকা-১০ আসনে উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি সকাল থেকেই গণসংযোগে নামেন। রাজধানীর আবাহনী মাঠ প্রাঙ্গণে শতায়ু অঙ্গনে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সোমবার তিনি মতবিনিময় ও দোয়া প্রার্থনা করেন।
সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পযর্ন্ত তিনি ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর, ডিঙ্গী এলাকায় গণসংযোগ করেন। এ সময় রবি ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার এবং ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
এর আগে গতকাল প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই ধানমন্ডি ১৫ নম্বর রোড থেকে গণসংযোগ শুরু করে স্টাফ কোয়ার্টার, নতুন রাস্তা, হাজী আবসার রোড, মনেশ্বর রোড, ট্যানারি মোড়, জিগাতলা বাসস্ট্যান্ড, সাত মসজিদ রোড, বাংলাদেশ আই হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন।
এ সময় ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহসভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সৈকতসহ যুবদল, শ্রমিক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন