করোনাভাইরাস এর প্রেক্ষিতে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য সরকার ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে। চাল, ডাল, আলু, পিয়াজ, ডিম এবং সবজি মিলিয়ে মোট ৮৫ টন খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের ত্রাণ শাখার এক আদেশে জানানো হয়েছে, মালদ্বীপে অবস্থানরত অভিবাসী বাংলাদেশি কর্মীরা করোনাভাইরাসের কারণে মানবেতর জীবনযাপন করছেন। এই অবস্থায় সরকার এসব অভিবাসীদের সাহায্যের জন্য ৪০ মেট্রিক টন চাল, ১০ মেট্রিক টন আলু, ১০ মেট্রিক টন মিষ্টি আলু, ৫ মেট্রিক টন পিয়াজ, ১০ মেট্রিক টন মসুর ডাল, ৫ মেট্রিক টন ডিম এবং ৫ মেট্রিক টন সবজি ত্রাণ সামগ্রী হিসেবে মালদ্বীপে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, ত্রাণের চাল ছাড়া অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য ৫০ লাখ টাকা মঞ্জুর করা হয়েছে। এসব সামগ্রী ছাড়াও হ্যান্ড স্যানিটাইজার, জরুরী ঔষধ পত্র ও মাস্কসহ অন্যান্য সামগ্রী এই ত্রাণ সহায়তায় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে তার চাহিদা পত্র দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক দ্রুত মন্ত্রণালয় পাঠাবেন।
সূত্র জানায়, এসব ত্রাণ সামগ্রী চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে ক্রয় পূর্বক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে মালদ্বীপে প্রেরণের জন্য চট্টগ্রামের নিউমুরিং এ অবস্থিত নেভাল স্টোর ডিপোতে কমান্ডিং অফিসার ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের কাছে হস্তান্তর করার নির্দেশ দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, খুব দ্রুততম সময়ের মধ্যে এসব ত্রাণ সামগ্রী মালদ্বীপে অবস্থানরত অভিবাসী বাংলাদেশিদের কাছে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/ফারজানা