করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। শনিবার এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।
শোক বার্তায় বলা হয়, মোরশেদুল আলমের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের ও আমার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তার জীবন ও কর্ম আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বিরাট উৎস হয়ে থাকবে। আমি মোরশেদুল আলমের বিদেহী আত্মার শান্তি কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
শোক বার্তায় আরো বলা হয়, আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আপনি এবং আপনার পরিবার এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।
মোরশেদুল আলম এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বড় ভাই। শুক্রবার রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।
বিডি প্রতিদিন/আল আমীন