২৯ মে, ২০২০ ২০:০৩

ভারত-চীনের সামরিক সমাবেশ শান্তি বিঘ্নিত করবে: ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক

ভারত-চীনের সামরিক সমাবেশ শান্তি বিঘ্নিত করবে: ওয়ার্কার্স পার্টি

ভারতের লাদাখ সিমান্তের উভয় পাশে ভারত ও চীনের সামরিক সমাবেশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

শুক্রবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্বের সকল দেশের মানুষ যখন করোনা মহামারিতে বিপর্যস্ত, তখন এই সামরিক উত্তেজনা তৈরী করে শান্তি বিঘ্নিত করা কারো কাম্য নয়। আমরা পার্শ্ববর্তি দেশসমুহের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতা নীতির প্রত্যাশী।  একইসঙ্গে বিবৃতিতে তারা চলমান মহামারির মধ্যেও কিউবা, ইরান, ভেনিজুয়েলা ও উত্তর কোরীয়ার উপর যে অন্যায় অবরোধ চলছে, তা প্রত্যাহারে জাতিসংঘের কার্যকর উদ্যোগের আহবান জানান। তারা বিবৃতিতে আরো বলেন, দক্ষিন এশিয়া তথা বিশ্বের সকল দেশের আন্তঃসম্পর্কের মধ্যে যে কোন বিরোধ পারস্পরিক  আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা উচিৎ। 

তারা বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি ও করোনা মহামারিতে আক্রান্ত সাধারণ জনগণকে তাদের স্বাস্থ্য ও পেশাগত ক্ষতি মোকাবেলায় শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে চলমান দুর্যোগ প্রতিরোধ করা এখন সময়ের দাবি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর