২৯ মে, ২০২০ ২১:৫৫

এখনই বাড়ছে না লঞ্চের ভাড়া

অনলাইন ডেস্ক

এখনই বাড়ছে না লঞ্চের ভাড়া

রবিবার থেকে লঞ্চ চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন লঞ্চ মালিকরা। তবে এখনই বাড়ানো হবে না লঞ্চ ভাড়া। ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্তের জন্য একটি টেকনিক্যাল কমিটি করা হবে। কমিটি পর্যালোচনা করে ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

বিআইডব্লিউটিএর হেড অফিসে লঞ্চমালিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

বৈঠকে নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম বলেন, লঞ্চের সার্ভে সনদ অনুযায়ী যাত্রী বহন করতে হবে।  

বুধবার কোভিড-১৯ সংক্রমণের মাঝেই সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ৩১ মে থেকে চালু হচ্ছে অফিস-আদালত। এ সময় শর্তসাপেক্ষে সীমিত পরিসরে সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারবে।

এরপরই বৃহস্পতিবার বিআইডব্লিউটিএর সঙ্গে বৈঠকে বসেন লঞ্চ মালিকরা। মূলত এ পরিস্থিতিতে ভাড়া নির্ধারণ এবং স্বাস্থ্যবিধি পালন নিয়েই এ বৈঠক।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর