জাতির পিতার দৌহিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কোরআন পাঠ, দোয়া ও অসহায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ এ কর্মসূচি পালন করেন। রাজধানীর আরামবাগ ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মঙ্গলবার বাদ জোহর কোরআন পাঠ, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এতিমখানায় থাকা অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ বিষয়ে জুবায়ের বলেন, বঙ্গবন্ধুর দৌহিত্র ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন সারথি সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আমরা পবিত্র কোরআন পাঠ ও মিলাদের আয়োজন করেছি। সজীব ওয়াজেদ জয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সফল জীবনের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সেইসঙ্গে বৈশি^ক মহামারী করোনাভাইরাস থেকে যেন আমরা মুক্ত হতে পারে সেজন্যই দোয়া করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন