১৯ অক্টোবর, ২০২০ ১৯:৩৩

রিজভীকে কেবিনে স্থানান্তর

অনলাইন ডেস্ক

রিজভীকে কেবিনে স্থানান্তর

ফাইল ছবি

চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকে সোমবার কেবিনে স্থানান্তর করা হয়েছে।

তার একান্ত সহকারী আরিফুর রহমান তুষার গণমাধ্যমকে বলেন, ‘স্যারকে সকাল ১০টায় ল্যাব এইড হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছে। স্যারের শারীরিক দুবর্লতা এখনও কাটেনি’।

গত ১৫ অক্টোবর রিজভীর হৃদযন্ত্রে এনজিওগ্রাম করা হয়।

চিকিৎসকরা জানান, উনার (রিজভী) একটা ব্লক ছিল, সেটা ইনজেকশন দিয়ে অপসারণ করা হয়েছে।  তবে ২৮ দিন পর আবার এনজিওগ্রাম করে দেখা হবে ব্লকটি আছে কিনা।

গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক মানববন্ধন কর্মসূচি শেষে নিজের গাড়িতে উঠার পর রিজভী বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করেন। পরে তাকে প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সেখান থেকে তাকে ল্যাব এইড হাসপাতালে আনা হয়।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর