স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার সুবর্ণজয়ন্তীটা পালন করছে জনগণকে বাদ দিয়ে। জনগণ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সুবর্ণজয়ন্তীর যে অনুষ্ঠানগুলো তারা করছে, এখানে মুক্তিযোদ্ধাদের কোনো অবস্থান নেই। এমনকি রাজনেতিক দলগুলোরও কোনো অবস্থান নেই। শুধু বিদেশি মেহমানদের নিয়ে এসে এখানে দেখানো হচ্ছে, বলানো হচ্ছে যে, আপনার উন্নয়নের লৌহরি বয়ে যাচ্ছে।’
রাজধানীতে হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে দেখার পর মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘আমরা সেই কর্মসূচিগুলো পালন করছি। কিন্তু দুভার্গ্যক্রমে গত ১৭ তারিখ থেকে এই সুবর্ণজয়ন্তী ও বর্ষ পালন করার কারণ এবং বিদেশি মেহমানরা আসবেন সেই কারণ দেখিয়ে আমাদের কর্মসূচিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের চলাচলে বাধার সৃষ্টি করা হয়েছে।’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের রাষ্ট্র ও সরকার প্রধানের আগমনকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এরই মধ্যে আমাদের প্রতিবেশী চারটি বন্ধু দেশ এসে গেছে। তাদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী এসেছেন এবং আগামী ২৬ মার্চ আমাদের বন্ধু দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন। আমরা সবসময় বলে এসছি যে, আমরা আমাদের দেশে বিদেশি বন্ধুদের স্বাগত জানাই এবং সুবর্ণজয়ন্তীতে অবশ্যই আমরা তাদের স্বাগত জানাব।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ