জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রব বলেছেন, কয়েক কোটি মানুষকে প্রচণ্ড দুর্যোগের মধ্যে ঠেলে দিয়ে বহুতল বিল্ডিং বা ফ্লাইওভার কোনো দেশের উন্নয়নের মাপকাঠি হতে পারে না।
মঙ্গলবার (৪ মে) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) স্থায়ী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
আ.স.ম রব বলেন, দেশের পাঁচ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। ৩০ লাখের অধিক বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েশন সম্পন্ন করা ছাত্র বেকার। প্রতি চার জন শিশুর একজন অপুষ্টির শিকার। তারপরও রাষ্ট্রীয় অর্থের অপচয় করে উন্নয়নের ঢাকঢোল পেটানো সাধারণ মানুষের সঙ্গে রসিকতার নামান্তর। নিরন্ন মানুষের হাহাকার, কর্মক্ষম যুবকদের বেকারত্বের অভিশাপে প্রমাণ হয়েছে সরকারের তথাকথিত 'উন্নয়ন' প্রকৃতপক্ষে সরকারের 'ব্যর্থতার' নির্দেশক। আজ মা অভাবের তাড়নায় নবজাতককে রাস্তায় ফেলে যাচ্ছে। এগুলো সমাজ উন্নয়নের প্রতিফলন নয়।
স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় রাজনৈতিক, আঞ্চলিক রাজনীতি ও সাংগঠনিক বিষয়ে বক্তব্য প্রদান করেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।
আ.স.ম রবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য সা কা ম আনিসুর রহমান খান, মো. সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আবদুর রহমান মাস্টার, হিরালাল চক্রবর্তী, আবদুল জলিল চৌধুরী, মাহমুদুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল