দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচলে স্বাভাবিক রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট। সোমবার ভোরে দেড়মাস পর দৌলতদিয়া লঞ্চঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেলে যায় লঞ্চগুলো। তবে সকাল থেকে ঘাটগুলোতে সেভাবে যাত্রী দেখা যায়নি। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করে। ভোর ৬টা থেকে ২৬টি দূরপাল্লার বাস দৌলতদিয়া ফেরিঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।
সোহাগ পরিবহনের চালক মো রুহুল আমিন বলেন, ভোরে মাগুরা থেকে রওনা দিয়েছি। গাড়িতে মাত্র ১০জন যাত্রী রয়েছে। যানবাহন শুরুর প্রথম দিনতো তাই যাত্রীর চাপ নেই। তবে ফেরিঘাট স্বাভাবিক। ঢাকা খুলনা মহাসড়কে সেভাবে যানবাহন নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএর) ট্রাফিক পরিদর্শক মো আফতাফ উদ্দীন বলেন, ভোর থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে লঞ্চঘাটে সেভাবে যাত্রীর দেখা নাই। ঘাট কর্তৃপক্ষ জানায় এই রুটের ফেরিবহরে ১৬টি ফেরি রয়েছে। যানবাহনের উপর ভিত্তি করে ফেরি চলানো হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল