ঘূর্ণিঝড় ইয়াসের কারণে দেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
২৬ মে দুপুরের দিকে ঘূর্ণিঝড়টি উড়িষ্যার প্যারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝ দিয়ে স্থলভাগে উঠে আসতে পারে। তখন ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ১৮৫ কিমি হতে পারে। এরপর ধীরে ধীরে শক্তিক্ষয় করে বৃহস্পতিবার তা নিম্নচাপে পরিণত হবে।
এদিন পূর্ণিমার প্রভাব থাকায় স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জোয়ারের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার সময় উপকূলীয় এলাকাগুলোতে ১০০ কিমি বেগে ঝড়ের সঙ্গে অতিভারী বর্ষণ হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ