জলবায়ু ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বকে আশা দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় সফররত জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের সভাপতি ভলকান বজকির।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ভলকান বজকির বলেন, বাংলাদেশ আর্থ-সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে গেছে। এটা একটা অনন্য উদাহরণ। এলডিসি অর্জনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।
রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয়স্থল ভাসানচর বিশ্বের জন্য একটি উদাহরণ সৃষ্টি করেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ