গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৩০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
আজ বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে কালের কণ্ঠ শুভসংঘের সহায়তায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
জমেলা বেগম নামের এক উপকারভোগী বলেন, 'মানুষের ঘরে কাম করি। যে টাকা পাই তা দিয়েই পেট চলে। করোনার মধ্যে মানুষের বাড়িতেও কাম করবার দেয় না। খুব কষ্টে আছি। তোমাদের ত্রাণ দিয়ে কয়েকটা দিন খাইবার পারব। দোয়া করি তোমরার জন্য। '
নছিমন বেওয়া নামের আরেক উপকারভোগী বলেন, করোনার সময় বসুন্ধরা গ্রুপ আমারে ত্রাণ দিছে, এইটা দিয়া কয়দিন ডাইল ভাত খাইতে পারুম। ওনারা ভালো থাকুক, দোয়া করি।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর মেয়র জনমুকিতুর রহমান রাফি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মেহেদী হাসান, উত্তরাঞ্চলের ফেডারেল সাংবাদিক পরিষদের মহাসচিব কৃষ্ণ কুমার চাকী, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা বাবুলাল চৌধুরী, সহ সভাপতি রাশিদ তাকি রাশু, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ বিপ্লবসহ অন্যান্যদের মধ্যে অয়ন সুলতান, সিয়াম সিদ্দিক, প্রিয়তী, প্রাপ্তি, আবিদ সিয়াম, অনুভব চৌধুরী, বর্ণা রায়, স্বর্না রায়, মুবিন, শান্ত, আরিফ, আজমাইন মাহতাব, জুয়েল, বাপ্পি, স্বাধীন, সিহাব, জিহাদ, মাহফুজ রহমান মুন প্রমুখ।
গোবিন্দগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সহায়তা দেওয়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অতিথিরা।
বিডি প্রতিদিন/আরাফাত