২৪ অক্টোবর, ২০২১ ১২:৩৬

বজ্রপাতে মৃত্যু কমাতে ৩ উদ্যোগ, ৪০ মিনিট আগেই আসবে সংকেত

অনলাইন ডেস্ক

বজ্রপাতে মৃত্যু কমাতে ৩ উদ্যোগ, ৪০ মিনিট আগেই আসবে সংকেত

বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড় ও পাহাড়ধসের মতো ঘটনাকে এতদিন ‘দুর্যোগ’ বলা হলো। তবে সম্প্রতি বছরগুলোতে দেশে বজ্রপাতে মানুষের মৃত্যু বেড়ে যায়। এরপর দাবি উঠে বজ্রপাতকে দুর্যোগের তালিকায় নিয়ে আসার। যে কারণে ২০১৫ সালে বজ্রপাতকেও দুর্যোগের তালিকায় যুক্ত করা হয়। 

এখন দেশে বজ্রপাতে মৃত্যু কমাতে তিনটি উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। সেগুলো হলো ১. ‘আরলি ওয়ার্নিং সিস্টেম’। ২. ‘লাইটার অ্যারেস্টার’ সংবলিত বজ্রপাত-নিরোধক কংক্রিটের শেল্টার নির্মাণ এবং ৩. জনসচেতনতা বাড়ানো।

এর মধ্যে ‘আরলি ওয়ার্নিং সিস্টেম’ হলো, দেশের বজ্রপাত-প্রবণ এলাকায় ৭২৩টি যন্ত্র বসানোর পরিকল্পনা। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই প্রকল্প বাস্তবায়িত হলে, দেশে বজ্রপাতের ৪০ মিনিট আগেই সংকেত দেওয়া যাবে। এতে করে, খোলা আকাশের নিচে কাজ করা ব্যক্তিরা সহজেই নিরাপদ স্থানে সরে যেতে পারবেন। ফলে প্রাণহানি কমবে। 
 
এই ‘আরলি ওয়ার্নিং সিস্টেম’ শহরে চালু হবে না। কারণ, খোলা মাঠে কাজ করেন বা মাছ ধরেন, তারাই বজ্রপাতে বেশি মৃত্যুবরণ করেন। তাই তাদের জন্যই এ উদ্যোগ নিচ্ছে সরকার। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর