আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহর করার ঘোষণা দিয়েছেন। নৌকায় ভোট দেওয়া মানে শেখ হাসিনাকে ভোট দেওয়া। তাই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও প্রগতি নিশ্চিত করতে নৌকা প্রতীকের বিকল্প নেই।’
আজ বৃহস্পতিবার বিকালে পাবনার বেড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম লালসহ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএম কামাল হোসেন বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর আমরা অতিক্রম করছি অত্যন্ত সফলতার সঙ্গে। বাংলাদেশ আজ খাদ্য ঘাটতির দেশ না, খাদ্য উদ্বৃত্তের দেশ। স্বাধীনতার সময় ছিল সাড়ে ৭ কোটি মানুষ, এখন বাংলাদেশে মানুষ সাড়ে ১৬ কোটি। এই সাড়ে ১৬ কোটি মানুষ খাদ্যের চাহিদা স্থানীয়ভাবে পূরণ করতে পারছি, এটাই বড় সাফল্য।’
তিনি বলেন, ‘এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কৃত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের যে ভিত্তি আমরা স্থাপন করেছি আমাদের আগামী প্রজন্ম যদি সেটা অনুসরণ করে, কোনো শক্তি নেই বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে রাখতে পারে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ