২ ডিসেম্বর, ২০২১ ১৭:৪৯

আরও ১০৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

আরও ১০৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১০৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ১০৮ জন। এর মধ্যে ঢাকাতে ৪৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি ৬২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।    

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩২৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৭৮ জন রোগী ভর্তি রয়েছেন।   

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর