জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন আপিল বিভাগের নবনিযুক্ত তিনজন বিচারপতি।
রবিবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এসময় আপিল বিভাগের নতুন বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ ছাড়াও সুপ্রিম কোর্টের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
আজ বেলা ১১টার দিকে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। অসুস্থতার কারণে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আজ শপথ নিতে পারেননি। তিনি সুস্থ হয়ে পরে শপথ নেবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন