চলতি মাসের শুরু থেকেই সারা দেশে গরম পড়তে শুরু হলেও এখনও তাপমাত্রা এখনও অসহনীয় হয়ে ওঠেনি। গত কিছুদিনের মতো আগামী ২৪ ঘণ্টায়ও দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রবিবার (১৩ মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিলো তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো, ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন গতকাল শনিবার (১২ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো সিলেটে, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ