বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন শুরু হয়েছে। আজ রবিবার (১৩ মার্চ) দুপুর ১২টায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবে বর্ণিল আয়োজনে সম্মেলন শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সম্মেলনের প্রধান অতিথি বাজুসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. দীলিপ কুমার রায়। বাজুসের পতাকা উত্তোলন করেন বাজুস চট্টগ্রামের সভাপতি মৃণাল কান্তি ধর।
পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়। এরপর শুরু হয় আলোচনা পর্ব। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আছেন বাজুস কেন্দ্রীয় সহ সভাপতি গুলজার আহমেদ ও মো. আনোয়ার হোসেন, বাজুস যশোর সভাপতি মো. রাকিবুল ইসলাম চৌধুরী, বাজুসের ডেপুটি ম্যানেজার সিরাজুল ইসলাম।
অতিথিদের ফুল দিয়ে, উত্তরীয় পরিয়ে বরণ করেন বাজুস কর্মকর্তা ও সদস্যরা।
বাজুস চট্টগ্রামের সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন বাজুস চট্টগ্রামের সহ-সভাপতি সুধীর রঞ্জন বণিক। স্বাগত বক্তব্য দেন বাজুস চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক প্রণব সাহা।
সম্মেলনে অংশ নেন চট্টগ্রাম বিভাগের ১০ জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ জন করে, ৪৫ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক। সবার হাতে গোলাপ দিয়ে ও বাজুস ব্যাজ পরিয়ে বরণ করে নেন যুগ্ম সম্পাদক সুজিত ধর, সদস্য শম্ভু ধর ও তপন কান্তি ধর।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন, গীতার শ্লোক পাঠ করেন সোনারাম ধর। শোক প্রস্তাব পাঠ করেন কোষাধ্যক্ষ প্রতাপ ধর।