প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘অতীতে নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি, সমালোচনা হয়েছে। তবে ভবিষ্যতে যাতে অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেলক্ষ্যে কমিশন সচেষ্ট থাকবে।
রবিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে শিক্ষাবিদদের সাথে বৈঠকে একথা বলেন তিনি। বৈঠকে নবনিযুক্ত অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নিতে চায় নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের দায়িত্ব নেয়ার দুই সপ্তাহের মাথায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদের সঙ্গে বৈঠকে বসলো নির্বাচন কমিশনাররা। দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সংলাপে বসে নির্বাচন কমিশন। এদিন বিকেল তিনটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংলাপ শুরু হয়।
বিডি-প্রতিদিন/শফিক