করোনার কারণে দুই বছর পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের আয়োজনে আজ রবিবার পিলখানায় সীমান্ত সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া সংসদ সদস্যরা, বিভিন্ন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, দেশবরেণ্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিক এবং অন্যান্য অতিথি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
আমন্ত্রিত অতিথিরা পিলখানায় পৌঁছালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ তাদের সাদর অভ্যর্থনা জানান। ইফতারের আগে দেশ, দেশের মানুষ ও বিজিবি’র উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে গত দুই বছর বিজিবি সদর দফতরে ইফতার মাহফিল আয়োজন করা সম্ভব হয়নি। তবে এ বছর করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকায় ইফতার মাহফিল আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ