স্বামী অসুস্থ হয়ে পড়ে আছেন খুলনায়। স্বামীর ফোন পেয়ে বাগেরহাট থেকে রাতে রওনা দিয়েছিলেন এক গৃহবধূ। তাকে একা পেয়ে অটোরিকশা (সিএনজি) চালক সুযোগ বুঝে রাস্তার পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ধরণের অভিযোগ জানিয়ে বাগেরহাট সদরের সুগন্ধী গ্রাম থেকে এক গৃহবধূ ৯৯৯ নম্বরে ফোন করেন ১০ এপ্রিল বিকেলে।
তিনি জানান, তিনি দুইদিন আগে (৮ এপ্রিল) ধর্ষণের শিকার হয়েছিলেন কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় এবং স্বামীও অসুস্থ থাকায় এবং লোকলজ্জার ভয়ে এই ঘটনা কাউকে জানাননি। পরে স্বামীকে ঘটনাটি জানালে স্বামীর পরামর্শে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন এবং এক পর্যায়ে ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীর সাথে ৯৯৯ এর কথা বলিয়ে দেন।
৯৯৯ কলটেকার কনষ্টেবল কে এম মাহফুজুর কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল মাহফুজ তাৎক্ষণিকভাবে বাগেরহাট সদর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। এরপর সদর থানাধীন চুলকাঠি তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল ভুক্তভোগীর দেয়া তথ্য এবং বর্ণনা অনুযায়ী অটোরিকশা চালক মাহামুদুল হাসান (২৩), পিতা- বজলু, গ্রাম- গণ সোমপুর বাঁশবাড়ি, থানা-ফকিরহাট, জেলা- বাগেরহাট কে গ্রেফতার করে। ধর্ষণের ঘটনাস্থল বাগেরহাটের ফকিরহাট থানাধীন স্থানে হওয়ায় অভিযুক্তকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। ফকিরহাট থানার এস আই বেলাল হোসেন ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন।
এ সংক্রান্তে ফকিরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন