সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্-কে নিজের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। রাষ্ট্রদূত গোলাম মসীহ্ এর আগে ২০১৪ সালে তার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজ সোমবার রওশন এরশাদের সহকারী একান্ত সচিব এম মামুন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
গোলাম মসিহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জের সোনারগাঁর বিধায়ক মরহুম আব্দুল আউয়ালের তৃতীয় পুত্র। গোলাম মসীহ্ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন।
ব্রিটিশ পেট্রোলিয়াম, টোটাল গ্যাস, এশিয়া স্যাটেলাইট, হংকং টেলিকম, জেনারেল অ্যাটমিকস ইত্যাদি বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন গোলাম মসিহ। তিনি ২০১৩ সাল পর্যন্ত জাতীয় পার্টির আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। গোলাম মসীহ্ জুলাই ২০১৫ হতে জুলাই ২০২০ সাল পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসি’র স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/ফারজানা