চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক জাকির হোসেন আজ সোমবার এই আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাদিয়া আফরিন।
এপিপি সাদিয়া আফরিন বলেন, সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি আশীষ। তিনি সম্প্রতি অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে এখন কারাগারে। সোহেল চৌধুরী হত্যা মামলায় তাকে ১৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন আদালত। আশীষকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট (পিডব্লিউ) জারি করা হয়েছে।
আশীষকে ৫ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার করে র্যাব। পরে তার বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এই মামলায় ৭ এপ্রিল তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। তাকে কারাগারে আটক রাখার জন্য পুলিশ আদালতে আবেদন করে। অন্যদিকে তার পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। শুনানি নিয়ে আশীষকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এই হত্যাকাণ্ডে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
আজিজ মোহাম্মদ ভাইসহ ৯ জনের বিরুদ্ধে ১৯৯৯ সালের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় ডিবি। ২০০১ সালে ৩০ নভেম্বর এই মামলায় অভিযোগপত্র গঠন করা হয়। পরে মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে আসামি আদনান সিদ্দিকী ২০০৩ সালে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ২০০৪ সালের ১৭ ফেব্রুয়ারি মামলার কার্যক্রম স্থগিত করে রুলসহ আদেশ দেন। ২০১৫ সালের ৫ আগস্ট হাইকোর্ট রুল খারিজ (ডিসচার্জ) করেন। আগে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে রায় দেন। গত ২৮ মার্চ এই মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারিক আদালত।
সূত্র : প্রথম আলো
বিডি প্রতিদিন/আরাফাত