২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে। আগামী বছরের পরীক্ষা এ বছর পরীক্ষার মতো সংক্ষিপ্ত সিলেবাসেই নেওয়া হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, নির্ধারিত পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে আগামী বছরের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে।
এসএসসি ও সমমান শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম আগামী বছরের ফেব্রুয়ারি ও এইচএসসি ও সমমান শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম মার্চ পর্যন্ত চলবে।