বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বেশ কষ্টের একটা মাস পার করছি আমরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে সবকিছু। এই রমজান মাসে সাধারণ মানুষ খুব কষ্টে দিন পার করছে।’
আজ সোমবার জেলা বিএনপির আয়োজনে শহরের বিএনপি অফিসের সামনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘আজকে স্বাধীনতার ৫০ বছর পরেও আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই’ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের সন্তানদের কোনো ভবিষ্যৎ নেই, মানুষের স্বাস্থ্যসেবার কোনো নিশ্চয়তা নেই, সন্তানদের শিক্ষিত হওয়ার কোনো নিশ্চয়তা নেই। দেশে লুটপাট চলছে, লাখ লাখ কোটি টাকা পাচার করা হচ্ছে। দেখে যেন মনে হচ্ছে, বর্গিরা এদেশে যেভাবে লুট করেছিল, সেভাবে আওয়ামী লীগও লুটপাট চালাচ্ছে।’
ঢাকার নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় নেতাদের আসামি করার প্রসঙ্গে তিনি বলেন, ‘পত্রপত্রিকায় ছবিসহ প্রকাশিত হলো আওয়ামী লীগ, ছাত্রলীগ হামলায় জরিত। হামলায় দুইজন মারা গেছে, যার সাথে ছাত্রলীগ জড়িত, কিন্তু আসামি করা হলো বিএনপিকে।’
মির্জা ফখরুল বলেন, ‘সংবাদকর্মীদের আইন আপনি করার কে। দেশে একটা নতুন আইন আসছে সংবাদকর্মী আইন। সংবাদকর্মীদের তো আইন দরকার হয় না। আপনারা দয়া করে সংবাদকর্মীদের ওপর চড়াও হবেন না। আজকে ৭শ’ এর বেশি ডিজিটাল সিকিউরিটি মামলা দিয়েছেন সাংবাদিকদের ওপর।’
দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ