পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ ১০ প্রার্থীকে উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ২৫ মে তাদের যোগদান করতে হবে।
ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরে মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের শিক্ষানবীশ হিসেবে দুই বছর কাজ করতে হবে। এসময় তারা অযোগ্য বলে বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়া ও পিএসসিরি সঙ্গে পারমর্শ ব্যতীত নিয়োগ বাতিল করা হবে। এছাড়া শিক্ষানবীশকাল অতিবাহিত হওয়ার তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষকালীন বেতন-ভাতা ফেরত দিতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত