ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাজিল তৃতীয় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা ২০১৮, চতুর্থ বর্ষ পরীক্ষা ২০১৭ এবং চতুর্থ বর্ষ পরীক্ষা ২০১৮ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
জানা যায়, ফাজিল তৃতীয় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা ২০১৮- এ অংশ নেওয়া ৩৩ জনের মধ্যে ৩৩ জন, চতুর্থ বর্ষ পরীক্ষা ২০১৭- এ অংশ নেওয়া ৬৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩৮ জন এবং চতুর্থ বর্ষ পরীক্ষা ২০১৮- এ অংশ নেওয়া ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার যথাক্রমে শতকরা ১০০, ৯৮.৩১ এবং ৯৮.৪৯ ভাগ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ