দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখতে সবার এগিয়ে আসা জরুরি। দেশ ও মানুষের ভাগ্যোন্নয়ন এবং অধিকার রক্ষার আন্দোলনে ইতিবাচক অবস্থান নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রবিবার এক বাণীতে এ আহ্বান জানান জিএম কাদের।
জিএম কাদের বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বিশ্বের মুসলিম সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি। মহান ত্যাগের মহিমায় ভাস্মর এ দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহের সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি।
আমরা যেনো পশু কোরবানির সঙ্গে সঙ্গে প্রত্যেকে নিজেদের মনের ভেতরের পশুত্বকে কোরবানি দিতে পারি। কারণ ঈদুল আজহা ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়। ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শ এবং শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
জিএম কাদের বলেন, মহান আল্লাহ্ যেন আমাদের প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ থেকে রক্ষা করেন। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ঈদ মোবারক।
বিডি প্রতিদিন/এএ