ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য গরু কোরবানি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে।
আজ সকালে রাজধানীর মিরপুর-১০ সেনপাড়া পর্বতায় পাথওয়ের প্রধান কার্যালয়ে এ গরু কোরবানি দেওয়া হয়।
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই ব্যতিক্রমী এ উদ্যোগ নেন পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন। প্রতিষ্ঠানটি বলছে, পিছিয়ে পড়া এসব মানুষদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতেই এ উদ্যোগ।
সোমবার তৃতীয় লিঙ্গের মানুষদের উপস্থিতিতেই গরু কোরবানি দেওয়া হয়। পরে তৃতীয় লিঙ্গের মানুষরা নিজের হাতে গরুর মাংস নিজেদের মাঝে বণ্টন করে নেয়। এই কোরবানিতে কয়েকশ তৃতীয় লিঙ্গের মানুষ উপস্থিত ছিলেন।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন গণমাধ্যমকে বলেন, সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে দাঁড়াতে পেরে খুবই আনন্দ লাগছে। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবার বাড়ি যাওয়া থেকে বিরত থেকেছি।
ঈদের আগের রাতে গাবতলী গরু হাটে তৃতীয় লিঙ্গের মানুষদের পছন্দ অনুযায়ী ২ লাখ ১০ হাজার টাকায় গরু ক্রয় করা হয়।
বিডি প্রতিদিন/এএ