সিন্ডিকেটের কবল থেকে রক্ষা পায়নি চামড়া শিল্প। ফলে ঈদুল আজহার আগে সরকার কোরবানির পশুর চামড়ার যে দর নির্ধারণ করে দিয়েছিল সেই দরে চামড়া কেউ কেনেনি। এভাবেই গরিব ও এতিমদের হক নষ্ট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার নির্ধারিত দাম অনুযায়ী গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা করা হয়েছে। এছাড়াও খাসির চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হলেও এ দামে কেউ কেনেনি।
এভাবে চামড়া শিল্প ধ্বংসে কাজ চলছে। পাট শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দেশবাসীর আশা ছিল চামড়া শিল্প বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। কিন্তু এ চামড়া শিল্প ধ্বংসে পুরো সিন্ডিকেট কাজ করছে। ফলে গরিব ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে কোরবানির পশুর চামড়ার মূল্য অসহায় সম্বলহীন দরিদ্র মানুষেরা না পাওয়ায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ। সোমবার বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর