জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আছিম টোস্টার।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জার্মানির রাষ্ট্রদূত এলে তাকে স্বাগত জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ সময় বন্ধুপ্রতিম দুটি দেশের সামাজিক ও অর্থনৈতিকসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা।
জার্মানির রাষ্ট্রদূত আছিম টোস্টার বাংলাদেশ ও জার্মানির ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। জাতীয় পার্টির চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জার্মানির অবদান আরও জোরালো হবে।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাথে ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ