২৬ সেপ্টেম্বর, ২০২২ ১৯:০৯

সাংবাদিককে মারধর করলেন বিএনপির কর্মীরা

অনলাইন ডেস্ক

সাংবাদিককে মারধর করলেন বিএনপির কর্মীরা

বিএনপির কর্মীদের মারধরের শিকার সাংবাদিক। সংগৃহীত ছবি

রাজধানীর হাজারীবাগে শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন মাঠে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশে সংবাদ সংগ্রহের কাজে গিয়ে হামলার শিকার হয়েছেন দেশ টিভির ক্যামেরাম্যান ও রিপোর্টার।

সমাবেশ শুরু হওয়ার আগে বিএনপির নেতাকর্মীরা ক্যামেরাম্যান এবং রিপোর্টারকে গালিগালাজ ও মারধর করেন।

আজ সোমবার দুপুর ৩টার দিকে বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ২টার পর থেকে দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে শুরু করেন। এক পর্যায়ে রিপোর্টার ও ক্যামেরাম্যান তাদের রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করলে ক্ষুব্ধ হয়ে তাদের হামলা চালান কয়েকজন বিএনপি কর্মী।

দেশ টিভির সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের একজন সাংবাদিকের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। এটা নিন্দনীয় ঘটনা।’  

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমাদের ক্যামেরাম্যান আহত হয়েছেন।’  

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে দুঃখ প্রকাশ করে বলেন, ‘বিষয়টি তিনি অবগত হয়েছেন। দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি বিষয়টি মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম ভাইকে জানিয়েছি। তিনি দুঃখ প্রকাশ করেছেন। সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই হামলায় আহত সাংবাদিকের চিকিৎসার ব্যবস্থা করবেন।’

দেশ টিভির সাংবাদিকের ওপর বিএনপির কর্মীদের হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেছেন, ‘তারা  মুখে গণতন্ত্রের ছবক দেয় আর গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করে। এটিই বিএনপির চরিত্র।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর