বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল। এতে করে বিপাকে পড়েছেন ময়মনসিংহগামী বাসযাত্রীরা। সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করলেও বাসের কোন দেখা নেই। সড়কে রিকশা, সিএনজি অটোরিকশা চললেও যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, পুলিশের চেকপোস্টে ভ্যানগাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। অনেক শ্রমিক কারখানায় যেতে পারেননি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শহরের মাসকান্দায় পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে নেতাকর্মীরা আসতে শুরু করেছে।
নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশে আসা বাধাগ্রস্ত করতে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেও তারা বিভিন্নভাবে, অটোরিকশায় করে ও পায়ে হেঁটে সমাবেশে এসেছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সামদানী খন্দকার বলেন, সম্প্রতি চট্টগ্রামে বিএনপি সমাবেশ শেষে পরিবহন শ্রমিকদের ওপর হামলা এবং বাস ভাঙচুর করা হয়েছে। আজ ময়মনসিংহে বিএনপি সমাবেশে একই ঘটনা ঘটতে পারে। তাই এই রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বাস শ্রমিকদের নির্মমভাবে হত্যার রেকর্ড রয়েছে। গাড়ি ভাঙচুরসহ নানা হামলার পরিপ্রেক্ষিতে চালক-শ্রমিকরা বাস চালাবে না বলে মালিকদের জানিয়ে দিয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ কামাল আকন্দ বলেন, এ রকম কোনো ঘটনা আমার জানা নেই।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন